খেলা

জয় দিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের, ম্যাচসেরা মোস্তাফিজ

রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটে জিতে আইপিএল শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দলের জয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ।

বেঙ্গালুরুর দেওয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল বাকি রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই।

১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান কর চেন্নাই। চেপুকে এনিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে টানা আট ম্যাচ জিতলো তারা। মহেন্দ্র সিং ধোনি পরবর্তী অধ্যায়ে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে শুভ সূচনা হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের।

রুতুরাজ ও রাচিন চার ওভারে ৩৮ রান তুলে বিচ্ছিন্ন হন। যশ দয়ালের বলে ১৫ রানে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দেন অধিনায়ক। একপ্রান্ত ধরে রেখে রাচিন ঝড় তোলেন। তার ১৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে পাওয়ার প্লেতে ৬২ রান তোলে চেন্নাই।

সপ্তম ওভারের শেষ বলে রাচিন থামেন কর্ণ শর্মার বলে। তখন দলের স্কোর ৭১। নিউজিল্যান্ড ব্যাটার আইপিএল অভিষেকেই দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। তার চেয়ে বড় ইনিংস খেলতে পারেননি আর কেউ।

তবে দারুণ শুরুর ভিতে দাঁড়িয়ে সহজ জয় পায় চেন্নাই। ছোট হলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাকিরা। আজিঙ্কা রাহানে ১৯ বলে করেন ২৭ রান। ড্যারিল মিচেলের ব্যাটে আসে ২২ রান। তারপর শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার ৬৬ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ‘ইয়েলো সাবমেরিন’। ২৮ বলে ৩৪ রানে দুবে এবং ১৭ বলে ২৫ রানে জাদেজা অপরাজিত ছিলেন।

এর আগে, মোস্তাফিজের বোলিং তোপে ৭৮ রানে ৫ উইকেট হারায় বেঙ্গালুরু। চার ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলাদেশি পেসার। পরে রাওয়াত ও কার্তিকের ৯৫ রানের জুটিতে সম্মানজনক স্কোর গড়েছিল অতিথি দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button