খেলা

সবাইকে চমক দিয়ে হ্যাটট্রিক করলেন আলাউদ্দিন বাবু

বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে এ কীর্তি গড়লেন ২৯ বছর বয়সী বাবু।

রুপগঞ্জের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলি ও সোহাগ গাজী এবং শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেছেন আলাউদ্দিন বাবু। ম্যাচে তার বোলিং ফিগার ৩.১-০-২১-৪। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার সেরা বোলিংয়ের রেকর্ড।

ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক বল করার সুযোগ পান বাবু। হ্যাটট্রিক বলটি স্লোয়ার বাউন্সার করেন তিনি।  বল উঠে যায় আকাশে, ক্যাচ লুফে নেন মিজানুর, পূরণ হয় আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক।

তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন চারজন বোলার। তারা হলেন আলআমিন হোসেন (২০১৩ ও ২০১৫), আলিস আল ইসলাম (২০১৯), মানিক খান (২০১৯) ও কামরুল ইসলাম রাব্বি (২০২0)। আর পঞ্চম অবস্থানে পৌঁছে গেলেন আলাউদ্দিন বাবু  (২০২১)

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা

১/ আলআমিন হোসেন (বিসিবি একাদশ) – প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
২/ আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
৩/ আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
৪/ মানিক খান (প্রাইম দোলেশ্বর) – প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
৫/ কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
৬/ আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) – প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button