সাহিত্য ও বিনোদন

বইমেলাঃ ৯৫ শতাংশ বই প্রকাশকরা বের করছেন চুক্তি ছাড়াই; সম্মানীবঞ্চিত লেখকরা

একুশের বইমেলায় প্রতিবছর কয়েক কোটি টাকার বই বিক্রি হলেও ” লেখক সম্মানি” পাচ্ছেন না অধিকাংশ লেখক। অভিযোগ আছে ৯৫ ভাগ প্রকাশক লেখকদের সঙ্গে চুক্তি ছাড়াই বই প্রকাশ করছেন। প্রকাশকদের দাবি যাদের বই বিক্রি হয় না তারাই এমন অভিযোগ করছেন। চুক্তি করে বই প্রকাশের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট জনরা।

প্রতি বছর একুশের বইমেলায় প্রকাশিত হয় সাড়ে তিন হাজারের মতো বই। কেনাবেচা হয় কয়েক কোটি টাকা। কিন্তু লেখকদের অভিযোগ ৯৫ ভাগ প্রকাশক লেখকদের পাওনা সম্মানী দেন না। বই ছাপা, বাঁধাইসহ প্রকাশনার সঙ্গে যুক্ত সবাইকার পাওনা বুঝিয়ে দিলেও বঞ্চিত হচ্ছেন লেখক। সমন্বয়হীনতা ও প্রকাশকদের স্বেচ্ছাচারিতার কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করলেন লেখক ও অনুবাদক আলম খোরশেদ।

অনন্যা প্রকাশনীর সত্বাধীকারী ওসমানি গণির দাবি, যাদের বইয়ের বিক্রি কম তারাই এমন অভিযোগ করছেন। অধিকাংশ লেখকদের সঙ্গে চুক্তি করেই বই বের করা হচ্ছে বলে দাবি তাদের।

নিউজনাউবাংলার সঙ্গে আলাপকালে বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, এ ধরণের কার্যকলাপ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সম্মানী থেকে লেখকরা বঞ্চিত হলে সাহিত্যের বিকাশে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রকাশকের সঙ্গে লেখকের দুরত্ব পেশাদারিত্ব ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও জানান তিনি। লেখক ও প্রকাশকের মাঝে দুরত্ব কমিয়ে আনতে দুপক্ষকেই সচেতন হওয়ার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button