প্রযুক্তি

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইনে আসছে ভিভোর নতুন স্মার্টফোন

সূর্যের আলোয় বদলে যাবে হাতে থাকা স্মার্টফোনের রং! ঠিক এমনই স্মার্টফোন বাজারে আন্তে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর নতুন ফোনে থাকছে রঙের চমক।

ভিভো ভি৩০ লাইট প্রিমিয়াম ডিজাইনের এ স্মার্টফোনের ব্যাক সাইডে পাওয়া যাবে চমৎকার এই সুবিধা। ইউভি লাইট বা সূর্যের আলোতে মুহূর্তেই পরিবর্তন হবে ব্যাক সাইডের কালার। দেবে অভিনব লুক।

ভিভো ভি৩০ লাইট এর প্রিমিয়াম ডিজাইনে আরো যুক্ত হয়েছে ম্যাটালিক হাই গ্লোস ফ্রেম।
যারা কম সময়ে দ্রুত চার্জ দিতে চান তাদের জন্য বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জিং সুবিধাও রেখেছে ভিভো। ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটিতে থাকবে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। যা মাত্র ৪৩ মিনিটেই এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো এবার দ্রুত চার্জে পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়েও গবেষণা করেছে। এর ফলাফল পাওয়া যাবে ভিভোর নতুন এই স্মার্টফোনে। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন এর ব্যাটারি দ্রুত চার্জ করবে তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়ে, মাল্টিটাস্কিং বা প্রচন্ড রোদের তাপেও ভিভো ভি৩০ লাইট থাকছে ঠান্ডা।

মাত্র ৭.৭৯ মিলিমিটার স্লিম বডি থাকছে ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনে। ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ৮ জিবি র‌্যাম যা বাড়ানো যাবে আরো ৮ জিবি পর্যন্ত। সাথে আরো থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সক্ষমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button