খবর

দুই জেলার সংযোগ সেতুটি পুনঃ নির্মাণের দাবি এলাকাবাসীর

প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতু’র দুপাশে রেলিং ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দুই জেলার দুই উপজেলার হাজার হাজার মানুষ।

সেতুটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের লালদারপুর ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঘৃনাই (করোতোয়া) নদীর উপর নির্মিত।

সেতুর একপাশে একটি রিকশা কিংবা ভ্যান পারাপারের জন্য উঠলে অপর পাশের আর একটি রিকশা, ভ্যান কে দাড়িয়ে থাকতে হয়।

এভাবে কষ্ট করে, শুধু রিকশা ভ্যান নয় মোটরসাইকেল, পিক-আপ, বাইসাইকেল ও সাধারণ মানুষ খুব কষ্ট করে চলাচল করছে।

এ বিষয়ে, স্থানীয় বাসিন্দা, আলমগীর হোসেন, প্রবীন জাসদ নেতা মোকারম হোসেনসহ অনেকে জানান, প্রায় ৩০ বছর আগে, বর্তমান এমপি আশিকুর রহমান সাহেব দুই জেলার দুই উপজেলার মানুষের যাতায়াতের কথা চিন্তা করে এই ব্রিজ টি নির্মান করেছিলেন।

বর্তমানে লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ব্রিজ দিয়ে জনগণের যাতায়াত বেড়ে যাওয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং ছোট ছোট দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন।

 

তাই এলাকাবাসী রংপুরের মিঠাপুকুর উপজেলার মাননীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সংসদ সদস্য শিবলী সাদিকসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।

তাদের প্রত্যাশা, দীর্ঘ দিনের এ সমস্যা খুব দ্রুত সমাধান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button