আন্তর্জাতিক

পুতিনের বিচার করতে চায় ইউক্রেন !

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়েছে। এই অবস্থায় ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচারের আওতায় আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি রুশ শীর্ষ সামরিক কমান্ডারদের বিরুদ্ধেও একই পরিকল্পনা করছে দেশটি।
মূলত সামরিক আগ্রাসন চালিয়ে যুদ্ধ শুরুর অভিযোগ এনে বিচার কাজ নিশ্চিত করতে পরিকল্পনা তৈরি করছেন ইউক্রেনের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কথিত ‘আগ্রাসনের অপরাধ’ তদন্তের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপপ্রধান আন্দ্রি স্মিরনভের নেতৃত্বে করা হচ্ছে।
এএফপি বলছে, ক্রাইম অব অ্যাগ্রেসন বা ‘আগ্রাসনের অপরাধ’-এর সংজ্ঞা ২০১০ সালের রোম সংবিধিতে গৃহীত হয়েছিল। এ ছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ এবং টোকিওতে বিচারে ‘শান্তিবিরোধী অপরাধ’-এর অনুরূপ ধারণাটি ব্যবহার করা হয়েছিল।
গত ২০ বছর ধরে গুরুতর অপরাধের বিচার করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই সংস্থাটি ইতোমধ্যেই ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত শুরু করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button