আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন আজ সোমবার রিয়াদ পৌঁছেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জানা গেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা জোরদার করা নিয়ে নতুন করে আলোচনার লক্ষ্যে তিনি সৌদি আরব সফরে এসেছেন।

রিয়াদে ব্লিঙ্কেন সফররত উপসাগরীয় আরবদেশ ও ইউরোপীয় পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক করবেন। এ সময় যুদ্ধত্তোর  গাজার অবকাঠামো পুননির্মাণ নিয়েও তারা আলোচনা করবেন।

রিয়াদ থেকে জর্ডান ও ইসরায়েলে যাবেন ব্লিঙ্কেন। সেখানে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি ও একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতের গুরুত্বের ওপর জোর দেবেন তিনি। গত ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button