খেলা

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদত্যাগ

পদত্যাগ করেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন হনস। দুই দফায় প্রায় ১৬ বছর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হনস। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

শুক্রবার (৩০ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

হনসের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। তখন নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন গ্রেগ চ্যাপেল। ক্রিকেট অস্ট্রেলিয়া কমিটিতে তাই রেখে দিয়েছিল হনসকে। চ্যাপেলের জায়গায় নির্বাচক কমিটিতে নতুন অন্তর্ভুক্ত হন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক জর্জ বেইলি। পদত্যাগের পর হনসের জায়গায় বেইলি নতুন প্রধান নির্বাচক হওয়ার পথে এগিয়ে আছেন। নতুন প্রধান নির্বাচকের প্রধান চ্যালেঞ্জই হবে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। অবশ্য তার আগে বর্তমান নির্বাচক প্যানেলের দায়িত্ব ছিল বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক নির্বাচন করা। অ্যারন ফিঞ্চ চোটে পড়ে ছিটকে যাওয়ার পর বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি দলের নেতৃত্ব কে দেবেন, সেটি এখনো জানা যায়নি।

১৯৯৫ সালে হনস প্রথমবার দায়িত্ব নেওয়ার পর পাঁচটি অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া। তাঁর মেয়াদে টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ডও গড়েছিল তারা। হনসের সময়ে ১৯৯৯ ও ২০০৩ টানা দুটি বিশ্বকাপ শিরোপাও ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। তবে ২০০৫ সালে অ্যাশেজ সিরিজ হারের পর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন হনস।

৬৭ বছর বয়সী ট্রেভর হন্স এক দশক ধরে এমন এমন ক্রিকেটারকে বাছাই করেছেন যারা বিশ্ব জয় করেছে। হারিয়েছে বিশ্বের বড় বড় দলকে।

গুঞ্জন শোনা যাচ্ছে, সাবেক ব্যাটসম্যান জর্জ বেইলি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক হতে যাচ্ছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

আগামী মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ পদটির জন্য নতুন নাম ঘোষণা করবে সিএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button