জাতীয়

জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষ চালু

রাজধানীতে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। এছাড়াও বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা নিরসনে ৯১টি দল কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাঠ পর্যায়ে কাজ করছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাতের ফলে কর্পোরেশনের আওতাধীন এলাকায় কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে সম্মানিত নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ করা হলো। নগরবাসীর এ সংক্রান্ত ফোন পেলে কর্পোরেশন হতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, মাঠ পর্যায়ে কর্মরত দলগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৮০টি এবং প্রকৌশল বিভাগের ১১টি দল রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ হতে প্রতিটি ওয়ার্ড ১টি করে এবং কয়েকটি ওয়ার্ডে ২/৩টি করে দল কাজ করছে। পাশাপাশি কর্পোরেশনের ১০টি অঞ্চলে প্রকৌশল বিভাগ হতে ১১টি দল কাজ করছে।

কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং প্রকৌশল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত এসব দলের কার্যক্রম তদারকি করছে, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।

একইসঙ্গে কর্পোরেশনের কাউন্সিলররাও বৃষ্টির পানি যাতে জমে থাকতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button