আন্তর্জাতিক

কঠোর নিরাপত্তায় শেষ দফার ভোট চলছে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোট শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন।

নির্বাচনী প্রচার ৭২ ঘণ্টা আগে শেষ করা, এমনকি শেষের দিকে প্রচারে মিছিল, পদযাত্রাও নিষিদ্ধ করা হয়। এছাড়া বুথে বুথে করোনাবিধি মানা ক্ষেত্রে আগের তুলনায় কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। প্রতিটি বুথে স্যানিটাইজার ব্যবহার, মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক ছিল আগের দফাগুলোতেও। তবে এবার ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায়ের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে।

অষ্টম ও শেষ দফার এ নির্বাচনে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার মোট ৩৫ আসনে ভোটাভুটি হচ্ছে। এই আসনগুলোর জন্য ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী বীরভূম জেলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button