খেলা

রাজনৈতিক চাপ নিতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ: অশোক ভট্টাচার্য

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী।

রোববার (৩ জানুয়ারি) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ‘প্রিন্স অব ক্যালকাটা’কে দেখতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অশোক। সেখানেই এমন দাবি করেন তিনি। তিনি বলেন, ‘সৌরভের উপর (রাজনৈতিক) চাপ দেওয়া হয়েছিল। এটা কিছুতেই কাম্য নয়। সে অন্য জগতের মানুষ। আমরা চাই, সে সেখানেই থাকুক। কেউ কেউ মনে করছেন, সৌরভকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা যাবে। চাপ তো সৃষ্টি হয়েছে। রক্তচাপ বেড়েছে। এমনটা আশা ছিল না। আমরা চাই না এমন হোক। ‘

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সৌরভের বিজেপির রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। সম্প্রতি সৌরভ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত করেছিলেন। এরপর তাকে দেখা গেছে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে। তবে অশোকের বিশ্বাস, সৌরভ ব্যক্তিগতভাবে রাজনীতিতে জড়াতে চান না। ওই ঘটনার পর সৌরভের বাড়িতে দেখা করতে যান অশোক। তারপর তিনি বলেন, ‘সৌরভ যে জগতে আছে, সেই জগতেই থাকতে চায়। আমাকে কখনও বলেনি যে রাজনীতিতে আসতে চায়। আমিও তাকে বলেছি, আমি চাই না তুমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হও। সে তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করেনি। ‘

রাজনৈতিক চাপেই অসুস্থ হয়ে পড়েছেন কি না সৌরভ- এমন প্রশ্নের জবাবে অশোক বলেন, ‘এ ব্যাপারে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। তবে আমি চাই, এই মুহূর্তে তার ওপর যেন মানসিক বা রাজনৈতিক চাপ সৃষ্টি না হয়। ‘

শনিবার (০২ জানুয়ারি) বেলা ১টায় বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের। ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। তার চিকিৎসায় গঠন হয়েছে ৫ সদস্যের টিম। এই দলকেই পরামর্শ দিতে কলকাতায় আসছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button