কথিত সাংবাদিক ইলিয়াসের উপর যুক্তরাষ্ট্র যুবলীগের হামলা অভিযোগ অসত্য, বানোয়াট : যুক্তরাষ্ট্র যুবলীগ
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের উপর কথিত হামলার সাথে যুবলীগের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহবায়ক সেবুল মিয়া।
বুধবার সেবুল মিয়া জানান, ঘটনাস্থলে যুবলীগের কেউ সেখানে উপস্থিত ছিল না। যুবদল ও জামাতের ইন্ধনে কথিত সাংবাদিক ইলিয়াস মিথ্যাচার করছে।
সেবুল মিয়া আরও জানান, বাংলাদেশ থেকে পালিয়ে আসা কথিত সাংবাদিক ইলিয়াস আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ইঙ্গিত দিয়ে উস্কানীমূলক গালাগাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দিয়েছে। সেবুল মিয়া বলেন, যুক্তরাষ্ট্রে যুবলীগ দুর্বল নয়, সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী, জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। ইলিয়াস দীর্ঘদিন দিন ধরে ইউটিউবে সরকার বিরোধী মিথ্যাচার, গুজব আর উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ইলিয়াস যুক্তরাষ্ট্রের বিএনপি, জামাতের অর্থায়নে ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবলীগ প্রস্তুত বলেও জানান তিনি।