খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় ইনিংসের অষ্টম ওভার পর্যন্ত তিনটি ছক্কা মারেন রোহিত। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৫৪ ছক্কার মালিক হন তিনি।

এতে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলের ছক্কার বিশ^রেকর্ড। তিন ফরম্যাটে ৪৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল। ১০৩ টেস্টে ৯৮, ৩০১ ওয়ানডেতে ৩৩১ ও ৭৯ টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মারেন গেইল।

তিন ফরম্যাটে ৪৫৩ ম্যাচ খেলে ৫৫৪ ছক্কার মালিক এখন রোহিত। ৫২ টেস্টে৭৭টি,২৫২ ওয়ানডেতে ২৯৫টি ও ১৪৮ টি-টোয়েন্টিতে ১৮২টি ছক্কা মারেন গেইল।

৫২৪ ম্যাচে ৪৭৬ ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহিদ আফ্রিদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button