জাতীয়

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল, ঘরে বসেই হজের সব কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে, এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো সেটা, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম, আজ তা বাস্তবায়ন হয়েছে। আর বাস্তবায়ন হয়েছে বলেই সেই সুযোগ সুবিধাটা দেশবাসী পাচ্ছে।

বুধবার (০৮মে) রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে, এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো; সেটা ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। আজ তা বাস্তবায়ন হয়েছে; আর বাস্তবায়ন হয়েছে বলেই সেই সুযোগ-সুবিধাটা দেশবাসী পাচ্ছে। এখন ঘরে বসেই হজের সব কাজ সহজভাবে করা যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশে গড়তে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপন করা ব্রডব্যান্ড সংযোগ সমস্ত জায়গাতে পৌঁছে দেয়া হয়েছে। এসব কাজ করার কারণে কিন্তু সহজ পদ্ধিতে হজের কাজগুলো আপনারা করতে পারছেন। কোনো রকম হয়রানির হতে হয় না এখন। অনলাইনে হজের রেজিস্ট্রেশন করা যায়, তারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি এলাকাতে ডিজিটাল সেন্টার করা হয়েছে, সেখানে গিয়েও রেজিস্ট্রেশন করা যায়। আধুনিক প্রযুক্তি আমাদের সেই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে বলেই ভালো সেবা পাচ্ছেন হজযাত্রীরা। একটি আন্ডারপাস করে দেয়া হয়েছে। এরফলে হজক্যাম্প থেকে বিমানবন্দরে আন্ডারপাস দিয়ে যোগাযোগ করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button