জাতীয়

দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম: ইসি সচিব

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণে, দুপুর ১২টা পর্যন্ত প্রত্যাশা চেয়ে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১২টা পযন্ত অঞ্চলভেদে গড়ে ১৫-২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলমগীর।

তবে কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দু’একটি ঘটনা ঘটলেও সেগুলো কেন্দ্রের বাইরে৷

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় কেন্দ্রে বাইরে গন্ডগোল হওয়ায় ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
এখন পর্যন্ত নির্বিঘ্নে  ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলেও  জানান নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

এ ছাড়া বগুড়া জেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানে সহায়তা করার দায়ে একজন প্রিসাইডিং অফিসারকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর দু-এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোটকেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটলে তা আমাদের কাছে রিপোর্ট হয় না।’
ইভিএমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করছে। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button