জাতীয়

সুমীর পরে বাঁচার আকুতি জানিয়ে সৌদি আরব থেকে গৃহকর্মী হোসনার ভিডিও বার্তা

সৌদি আরবে নিয়োগ কর্তার অমানুসিক নির্যাতনের শিকার সুমি আক্তারের পর এবার ভিডিও বার্তায় উদ্ধারের আকুতি জানিয়েছেন হুসনা আক্তার নামের আরেক নারী কর্মী। হবিগঞ্জের ২৪ বছর বয়সী হুসনা সৌদি আরব থেকে পাঠানো তার ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে সেখান থেকে মুক্তি পেতে সহযোগীতা চেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় হুসনা বলেছেন, দুই সপ্তাহে আগেই তিনি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যান। ভাল কাজের কথা বলে স্থানীয় দালাল শাহীন মিয়া ও রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন এর প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসীস (আরএল-৭৫২) সৌদি যাবার সিদ্ধান্ত নেয় হবিগঞ্জের মেয়ে হুসনা। ত‌বে গত ৬ নভেম্বর সৌদি যাওয়ার পর থেকে সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি ব‌লে উল্লেখ করেন।

হুসনা ভিডিও বার্তায় তার উপর চালানো নির্যাতনের বর্ননা দিয়ে জীবন বাঁচার আকুতি জানান স্বামী শফিউল্লাহ এর কাছে। কোন উপায়ন্তর না পেয়ে শফিউল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে, তারা হোসনা‌কে কে দেশে আনতে দুই লাখ টাকা দাবী করেন। স্ত্রী‌কে নিরাপদে দেশে ফেরত অান‌তে সরকা‌রের কা‌ছে অাকু‌তি জা‌নি‌য়ে‌ছেন তার স্বামী শফিউল্লাহ।
এ প্রসঙ্গে ব্রা‌কের অ‌ভিবাসন কর্মসূ‌চির প্রধান শ‌রিফুল হাসান জানান, কোন উপায় না পেয়ে ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তায় চেয়ে আবেদন করেন হুসনার স্বামী শফিউল্লাহ। এরপর নিরাপদে তাকে দেশে ফেরত আনতে পরিবারটিকে সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। অামরা জান‌তে পে‌রে‌ছি, বর্তমানে হুসনাকে সৌদি অার‌কের রিক্রুটিং এজেন্সি (মকতব) অফিসে নেয়া হ‌য়ে‌ছে। ত‌বে হোসনার প‌রিবা‌রের অ‌ভি‌যোগ, প্রতিনিয়ত তা‌দের হুমকি দিচ্ছে দালাল ও এজেন্সি অফিস থেকে। শরিফুল হাসান বলেন অামরা সু‌মি, হোসনা‌দের এমন নিপীড়ন বন্ধ চাই।

উল্লেখ্য, গেল মাসে সৌদি আরবে নিয়োগ কর্তার নির্যাতনের শিকার হয়ে সুমী আক্তার নামে এক নারী গৃহকর্মী ভিডিও বার্তায় উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। সরকারের বেসরকারি সংস্থা ব্রাক ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চেষ্টায় সুমীকে সেখান থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Related Articles

Leave a Reply

Back to top button