মার্চ টু সচিবালয়: জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলার অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে সচিবালয়ের দিকে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গিয়ে পুলিশ মিছিলটি আটকে দেয়।
‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তী সময়ে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এই কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন।
সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও, মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেয়। ৪৪ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অপসারণের দাবি জানায় তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করে, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং ‘ভারতীয় স্বার্থরক্ষা’ করছে।
এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়। সেই সময় সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তবে জুলাই ঐক্যের অভিযোগ, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। উল্টো সাম্প্রতিক সময়ে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থি বলে দাবি সংগঠনটির।
জুলাই ঐক্যের দাবি, সরকারপন্থি আমলাদের মাধ্যমে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’-এর পরিকল্পনা করা হচ্ছে, যার পেছনে ভারতীয় এজেন্ডা কাজ করছে।
সংগঠনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভারতীয় প্রক্সি’ বলে উল্লেখ করে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে। বিবৃতিতে দেশবাসীকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানায় জুলাই ঐক্য।