কিংবদন্তী লেগ স্পিনার আব্দুল কাদিরের বিদায়।
পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির ৬৩ বছর বয়সে মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে লাহোরে তাঁর মৃত্যু হয়।
১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষিক্ত হওয়া কাদির ক্যারিয়ারে ৬৭টি টেস্টে নেন ২৩৬ উইকেট। ১০৪টি ওয়ানডেতে শিকার ১৩২টি।
টেস্টে এক ইনিংসে পাকিস্তানের হয়ে সেরা বোলিং রেকর্ড এখনও কাদিরের দখলে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ৫৬ রান খরচায় নিয়েছিলেন ৯ উইকেট।
২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হন। কাজ করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও।
আবদুল কাদিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
আর সপ্তাহখানেক পরই ৬৪ বছর বয়সে পা রাখতেন কাদির। আশির দশকে কাদিরকে ওয়ানডে ক্রিকেটে অপরিহার্য করে গড়ে তুলেছিলেন ইমরান। তাঁর গায়ে পাকিস্তানের জার্সি ওঠার পেছনেও ইমরানের ভূমিকা ছিল সবচে বেশি। শোকবার্তায় ইমরান বলেন, ‘আমি খুব ভালো একজন বন্ধু হারালাম। কাদিরের মৃত্যু তাঁর কাছে বড় আঘাত বলেও জানান ইমরান।