জাতীয়

গ্যাং কালচার থেকে সন্তানদের দুরে রাখেন: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্যাং কালচার থেকে দুরে রাখতে সন্ধ্যার আগেই সন্তানদের ঘরে ফেরাতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অপরাধে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করারও হুশিয়ারি দিয়েছেন তিনি।
মাদক, সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভ টিজিং, বাল্যবিবাহ ও সেলফোন-ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয় নিয়ে পিএসসি মিলনায়তনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এ আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় অংশ নিয়ে সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃংক্ষলা প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী। আলোচিত কিশোরগ্যাং সংস্কৃতি থেকে উত্তরণের পরামর্শও দেন তিনি।
ইন্টারনেট আসক্তিকে কোকেন আগ্রাসন উল্লেখ করে প্রতিকারেরও আহবান জানান মন্ত্রী।
মাদকমুক্ত সমাজ গড়তে শুধু অভিভাবই নয়, শিক্ষকদেরকেও ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে হবে। এ বিষয়ে সামাজিক আন্দোলন চালাতে হবে।
সন্ত্রাসবাদ নিয়ে মন্ত্রী বলেন, ১০ বছরে পুলিশের অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। গড়ে তোলা হয়েছে গড়ে তোলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন‌, আমরা অনেকেরই চক্ষূশূল ছিলাম। দেশকে অকার্যকর করতে চলেছে নানা ষড়যন্ত্র। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ায় সচেতনতা বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button