খেলা

৫২৩ রানের রেকর্ডের ম্যাচে মুম্বাইকে হারালো হায়দরাবাদ

আইপিএলের এবারের আসরে অষ্টম ম্যাচেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

বুধবার (২৭ মার্চ) হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকে। ১২০ বলে ৩ উইকেট হারিয়ে তিন ফিফটির সাহায্যে ২৭৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে মুম্বাই।

আর এতে হায়দরাবাদে হয়ে গেলো রান উৎসব। দুই দল মিলে আইপিএল তো বটেই, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের কীর্তি গড়লো।

দুই দলের সমন্বিত রান ৫২৩! ৩১ রানে হেরে গেলেও মুম্বাই আইপিএল ইতিহাসে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছে।

আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ডটি ১১ বছর স্থায়ী ছিল বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তাদের সেই রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ।

আরেকটি রেকর্ডও হয়েছে এই ম্যাচে, ছক্কার। আইপিএলে সর্বোচ্চ ৩৮ ছয় দেখা গেছে দুই দলের ধুন্ধুমার ব্যাটিংয়ে। ২০টি ছয় মেরেছে মুম্বাই।

২৭৮ রানের লক্ষ্যে নেমে মাত্র ৩.২ ওভারে ৫৬ রান তুলে ভেঙে যায় ওপেনিং জুটি। ইশান কিষাণ ১৩ বলে ৩৪ রান করে শাহবাজ আহমেদের শিকার হন। পরের ওভারে তাকে অনুসরণ করেন রোহিত শর্মা। নিজের ২০০তম আইপিএল ম্যাচে ১২ বলে ২৬ রান করেন তিনি। ৬ ওভারে ২ উইকেটে ৭৬ রান করে মুম্বাই। অষ্টম ওভারেই দলের সেঞ্চুরি।

দুই ওপেনারকে কয়েক বলের ব্যবধানে হারালেও রানের গতি ধরে রাখেন নামান ধীর ও তিলক ভার্মা। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে আস্কিং রান রেট ভালোভাবে ধরে রেখেছিল মুম্বাই। তিলক ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে হাফ সেঞ্চুরি করেন।

স্ট্র্যাটেজিক টাইম আউটের পর প্যাট কামিন্স তিলকের গুরুত্বপূর্ণ উইকেট নেন। ৩৪ বলে ৬৪ রান করেন তিনি। হার্দিক পান্ডিয়া ও টিম ডেভিড দলকে পথে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু হায়দরাবাদের পেসারদের নৈপুণ্যে আর পেরে ওঠেননি। হার্দিক ২৪ রানে থামেন। ডেভিড ২২ বলে ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ইম্প্যাক্ট প্লেয়ার রোমারিও শেফার্ড ১৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে অভিষেক শর্মার ২৩ বলে ৬৩ রানে ভর করে হায়দরাবাদ রেকর্ড রান তোলে। ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সঙ্গে ট্র্যাভিস হেড ও হেনরিখ ক্লাসেন ৬২ ও ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button