জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
দুবাই থেকে মেহেদী হাসান
“মানুষের কল্যাণে কাজ করা একটি মহৎ গুণ, যারা মানুষের কল্যাণে কাজ করে এবং মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছেন, তারাই প্রকৃত মানুষ” এমন মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।
তিনি আরো বলেন, “মানুষের কল্যাণে যারা নিজেকে নিয়োজিত রেখেছেন, তারাই দেশ ও জাতিকে সমৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করছেন।” আমি চাই, “আপনারা সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।”
গত ২৩ মার্চ আজমানের একটি হোটেলে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ইউএইর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান, এমপি, সম্মানিত অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
সেসঙ্গে ভিন্ন অঙ্গ-সংগঠনের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।