রাজনীতি

অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না: হানিফ

অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হরতাল-অবরোধ থাকবে কিন্তু অবরোধের নাম করে গাড়ি ভাংচুর, পেট্রোল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করা, এটা কোন রাজনীতির ভিতর পরে না বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। বিএনপি অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে। তবে, জনসাধারণ বিএনপির অবরোধে আর ভয় না পেয়ে দূর পাল্লার গাড়িতে চলাচল করছে। এতে জনসাধারণের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক কমছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এদেশের মানুষ বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে চিনে। রাজনৈতিক দলের কাজ বিভিন্ন কর্মসূচি পালন করা। অবরোধের নামে আগুন দিয়ে বাস পোড়ানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকান্ড থেকে বিএনপিকে সরে আসতে হবে, তা না হলে ভবিষ্যতে জনগণের কাছে জবাব দিতে হবে।

মতবিনিময় সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button