জাতীয়লিড স্টোরি

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাত সদস্যের প্রতিনিধি দলটি গত ৭ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশে আসে।
এর আগে গত দুই দিনে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে তারা।
সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করেন এ মার্কিন প্রতিনিধি দলটি। এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, মন্ত্রী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন তারা। নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করছে প্রতিনিধি দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button