বিবিধ

অপু বিশ্বাসের জন্মদিন আজ

১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্ম নেয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। যার প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। শৈশব ও কৈশোর বগুড়াতেই কাটিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু।

চলচ্চিত্র তারকা অপু বিশ্বাসের জন্মদিন আজ

আজ তার জন্মদিন। কিভাবে কাটছে দিনটি? উত্তরে অপু বিশ্বাস বলেন, পরিবার, ফ্যান ক্লাব, চ্যানেল’সহ আরও অন্যান্য অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে । এনজয়ও করছি। তবে মা’কে খুব মিস করছি।

চলচ্চিত্র তারকা অপু বিশ্বাসের জন্মদিন আজ

২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। তবে নায়িকা হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি।

চলচ্চিত্র তারকা অপু বিশ্বাসের জন্মদিন আজ

এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।

চলচ্চিত্র তারকা অপু বিশ্বাসের জন্মদিন আজ

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন অপু। তাদের সংসারে আছে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়। তবে ২০১৮ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন জনপ্রিয় এই জুটি।

Related Articles

Leave a Reply

Back to top button