রাজনীতি

১৫ নেতাকে কারাদণ্ডের আদেশ ফরমায়েশি: ১২ দল

নাশকতার এক মামলায় ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা আহসান হাবিব লিংকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ১৫ নেতাকে চার বছরের কারাদণ্ড দেওয়াকে ফরমায়েশি রায় বলে অভিহিত করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে তারা বলেন, অবৈধ ফ্যাসিবাদী সরকারের এ অবৈধ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, যে মুহূর্তে দেশবাসীর অনাস্থা ও সরকার পতনের একদফা আন্দোলনে সরকারের ভিত কেঁপে যাচ্ছে সেই সময়ে বিরোধীদলের নেতাদের কারারুদ্ধ করে পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের এ দিবাস্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। বিশ্বের গণতান্ত্রিক শক্তি শেখ হাসিনার বিনাভোটে অবৈধভাবে নির্বাচিত মানবতাবিরোধী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন অনিবার্য। অপকর্মের হোতাদের পালানোর পথ থাকবে না। সীমাহীন অত্যাচার নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ করে অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের রোষানল থেকে বাঁচার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে সই করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির সাধারণ সম্পাদক মানসুর আলম শিকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button