খেলা

ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করল উয়েফা

গেল ৭ অক্টোবর (শনিবার) রকেট হামলা চালায় অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে ইসরায়েলে সব ধরনের ফুটবল স্থগিত করল উয়েফা।
আগামীকাল (১০ অক্টোবর) ইসরায়েলের রাজধানী তেল আবিবে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিকদের। ২০২৪ ইউরো বাছাইয়ের এই ম্যাচটি ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সমসাময়িক পরিস্থিতিতে ইসরায়েলে ফুটবল ম্যাচ আয়োজন করা অসম্ভব।
এমন পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। গতকাল (৮ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে উয়েফা।
বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’
২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও আরো একাধিক ম্যাচ স্থগিত করা হয়েছে। যেই তালিকায় রয়েছে ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাই ও ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্ট। সবকিছুর ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে উয়েফা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button