আন্তর্জাতিক

পুলিৎজার পুরস্কার পেল এপি ও নিউইয়র্ক টাইমস

ইউক্রেনে রুশ অভিযানের পরিস্থিতি কাভারের জন্য সাংবাদিকতায় ২০২৩ সালের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পুলিৎজার জিতে নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি ও নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে পুলিৎজার। 
স্থানীয় সময় সোমবার (৮ মে) নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়েছে।
এ পুরস্কার ১৯১৭ সাল থেকে নিয়মিত দেওয়া হচ্ছে। একাধিকবার এ পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিখ্যাত পত্রিকাগুলো। পুলিত্জারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে।
ইউক্রেনে মস্কোর আগ্রাসন কাভারেজ করে পাবলিক সার্ভিস এবং ব্রেকিংনিউজ ফটোগ্রাফির ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মার্কিন সংবাদমাধ্যম এপি। পূর্ব ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের রুশ অবরোধের পরিস্থিতি তুলে ধরেছিল প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। এই ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া এপির সাংবাদিকরা হলেন মিসতিসলাভ চেরনভ, ইভজেনি মালোলেতকা, ভাসিলিসা স্তেপানেঙ্কো ও লরি হিনান্ট। এপির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, এপি সাংবাদিকরা পুরো যুদ্ধ জুড়ে ইউক্রেনে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে সংঘাতের মানবিক দিকটি ফুটিয়ে তুলেছিলেন তারা।
অন্যদিকে, ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর সংঘটিত হত্যাকাণ্ড কাভারেজের জন্য আন্তর্জাতিক প্রতিবেদনের পুরস্কারটি গেছে নিউ ইয়র্ক টাইমসের ঘরে। এছাড়া যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কার জিতেছে ওয়াল স্ট্রিট জার্নাল। লস অ্যাঞ্জেলেস টাইমসও ব্রেকিং নিউজ বিভাগ ও ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। এ বছর সাংবাদিকতায় ১৫টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুলিৎজার সম্মাননা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button