আন্তর্জাতিক

জাতিসংঘ মিশনে কাজ করতে পারবেন না আফগান নারীরা

আফগানিস্তানে নারীদের ওপর আরও নিষেধাজ্ঞা বাড়ালো তালেবান। দেশটিতে জাতিসংঘ মিশনে এনজিওগুলোতে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, পূর্ব নানগারহার প্রদেশে জাতিসংঘের নারী কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

সেক্রেটারি-জেনারেলের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ইউএনএএমএ-কে এক আদেশে জাতিসংঘের নারী কর্মীদের কাজ করতে নিষেধ করেছে তালেবান কর্তৃপক্ষ এবং এটি পুরো দেশের জন্যই প্রযোজ্য বলা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে তালেবান সব দেশি ও বিদেশি এনজিও সংস্থায় নারীদের কাজে নিষেধাজ্ঞা আনলেও সে সময় জাতিসংঘ মিশনের এনজিওগুলো এর আওতায় পড়েনি।

সেক্রেটারি-জেনারেলের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ইউএনএএমএ-কে এক আদেশে জাতিসংঘের নারী কর্মীদের কাজ করতে নিষেধ করেছে তালেবান কর্তৃপক্ষ এবং এটি পুরো দেশের জন্যই প্রযোজ্য বলা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে তালেবান সব দেশি ও বিদেশি এনজিও সংস্থায় নারীদের কাজে নিষেধাজ্ঞা আনলেও সে সময় জাতিসংঘ মিশনের এনজিওগুলো এর আওতায় পড়েনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button