প্রবাসে

নিউইয়র্কে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরন করেছে যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখা

বৈশ্বিক মহামারি করোনার ছোবলে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি ও অন্যান্য সকল শ্রেণীর মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান ও সাধারন সম্পাদক যথাক্রমে শেখ ফজলে শামস পরশ ও মঈনুল ইসলাম খান নিখিলের পরামর্শে নিউইয়র্কস্হ ব্রন্কসের স্ট্রালিং অ্যাভিনিউ এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে গত ১৬ই জুন, বুধবার বিকাল ৫টায় প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

নিউইয়র্কে

যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র সদস্য খাদ্যদ্রব্য বিতরন কর্মসূচীর আহবায়ক নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজা আবদুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি জনাব মেজবাহ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জনাব ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সিনিয়র নেতা আবু তাহের , মোসাহিদ চৌ: সাদেকুর রহমান ।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমসাময়িক যুক্তরাষ্ট্র যুবলীগ-কে মানুষের দু:সময়ে পাশে দাঁড়ানোর জন্য ভূয়সী প্রশংসা করেন। অতিথিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে মো: সেবুল মিয়া, রাহিমুজ্জামান সুমন, ইফজাল চৌ: রিন্টু লাল দাস, হেলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুস শহীদ,শাহাদত হোসেন, যুবলীগ সদস্য শাহীন কামালী , কারী মুল দৌলা দুলাল ,আজাদুল কবীর, সেলিম রেজা,রবিউল ইসলাম কমিশনার, হুমায়ুন কবির, আল মামুন সরকার,মো: মোর্শেদ আলম,শিপু চৌধুরী,শোয়েব আহমেদ, আল আমিন,মিজান চৌধুরী, মাহমুদুর রহমান ,খোরশেদ আলম,তৌফিক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সকল শ্রেণী ও পেশার মানুষ যুক্তরাষ্ট্র যুবলীগের এমন উদ্যোগ কে স্বাগত জানান এবং প্রশংসা করেন।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র যুবলীগ দ্বিতীয় ধাপে নিউইয়র্কের জ্যামাইকায় খাদ্যদ্রব্য , মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরন করবে আগামী শুক্রবার বিকাল ৫ টায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button