জাতীয়

ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ শনিবার

ভোজ্যতেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট-মজুদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শুক্রবার এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে আজ শুক্রবার দুপুরে পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতে আমরা প্রতিবাদ-হরতাল করেছিলাম। আপনারা সেসময় সমর্থন দিয়েছিলেন। সেসময় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে আজ সরকার তেলের দাম বাড়ানোর সাহস পেত না। তিনি আরো বলেন, হরতাল আমরা আবার ডাকব। সেই হরতালে শুধু ঘরে বসে সমর্থন করলে হবে না, রাজপথে নেমে আসতে হবে। তবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অত্যাচার থেকে জনগণের স্বার্থকে রক্ষা পাবে।
এ সময় তেল নিয়ে সিন্ডিকেটকারীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের গণবিরোধী কার্যক্রম রুখে দাঁড়াতে রাজপথে সোচ্চার হতে হবে, জনগণের ঐক্য গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button