রাজনীতি

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

করোনার কারণে প্রায় আড়াই বছর পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ মে) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এবারের সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং দলের আগামী জাতীয় সম্মেলনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া সভায় মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা সম্মেলন দ্রুত শেষ করা এবং সম্মেলন হওয়া কমিটিগুলো পূর্ণাঙ্গ করার বিষয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে। আলোচনা হতে পারে দলের কার্যনির্বাহী কমিটির শূন্য পদ নিয়েও। একই সঙ্গে সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, বিরোধীদের আন্দোলন মোকাবিলা এবং দেশ-বিদেশের নানা ষড়যন্ত্র প্রতিহতের বিষয়েও আলোচনা ও দিকনির্দেশনা আসবে।

সভায় দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সফলভাবে করোনাভাইরাস সংকট মোকাবিলা এবং সবার জন্য টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবেন আওয়ামী লীগ নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button