জাতীয়

ভোটে অনিয়মে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: ইসি

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কারো বিরুদ্ধে যদি নির্বাচনি দায়িত্ব পালনকালে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে চাকুরিচ্যুত করা হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘অনিয়মে জড়িত ইসির কর্মকর্তাদের অনেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

তিনি বলেন, দু’জন ব্যক্তি নির্বাচনি সংহিসতায় মারা গেছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেবে স্থানীয় প্রশাসন।

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। বলেন, ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।নির্বাচনের তথ্য অনুযায়ী ইভিএমে ৬১ শতাংশ এবং ব্যালটে ৬৫ শতাংশ ভোট পড়েছে। স্থগিত করা হয়েছে ছয়টি কেন্দ্রের ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button