আন্তর্জাতিক

১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে রেকর্ড পাঁচ বছরের কিয়ারা

মাত্র পাঁচ বছর বয়স ভারতীয় বংশোদ্ভূত কিয়ারা কৌর এর। কিন্তু এই বয়সেই  আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়ে নিয়েছে এই শিশুটি। মাত্র ১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে রেকর্ড গড়েছে  কিয়ারা। বই পড়ার এই কীর্তি দিয়ে কিয়ারা লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলেছে। [ খবর এনডিটিভি অনলাইন ]

কিয়ারার জন্ম ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি। তার মা–বাবা দুজনেরই বাড়ি ভারতের চেন্নাইয়ে। কিয়ারার জন্ম যুক্তরাষ্ট্রে। সে যুক্তরাষ্ট্রের নাগরিক। কিয়ারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকে।

কিয়ারা সবশেষ আবুধাবির একটি নার্সারি স্কুলে পড়ছিল। গত বছর লকডাউনে স্কুলটি বন্ধ হয়ে যায়। তার আগে মাস কয়েক স্কুলটিতে পড়ে কিয়ারা। তার বই পড়ার প্রতি বিপুল আগ্রহের বিষয়টি এই স্কুলেরই এক শিক্ষকের চোখে প্রথম ধরা পড়ে। তার সেই শিক্ষক প্রায়ই দেখতেন যে স্কুলের ছোট্ট লাইব্রেরিতে বসে বেশ আগ্রহ নিয়ে বই পড়ছে কিয়ারা।

লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস কিয়ারাকে ‘শিশু বিস্ময়’ হিসেবে অভিহিত করেছে। তাকে দেওয়া সনদে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লিখেছে, শিশুটি গত ১৩ ফেব্রুয়ারি চার বছর বয়সে ৩৬টি বই টানা পড়েছে মাত্র ১০৫ মিনিটে। আর এশিয়া বুক অব রেকর্ডস তাদের স্বীকৃতিতে বলেছে, কিয়ারা টানা সর্বোচ্চসংখ্যক বই পড়ে রেকর্ড গড়েছে।

কিয়ারার মা লিটল মাহেন্দ্র বলেন, কিয়ারা খুবই অনুসন্ধিৎসু শিশু। এত অল্প বয়সে কিয়ারা যে এত কিছু অর্জন করেছে, এতে আমরা গর্বিত।  কিয়ারা যেসব বই পড়ে রেকর্ড গড়েছে, তার মধ্যে অনেকই লেভেল–৩ ও লেভেল–৪-এর শিশুদের। অর্থাৎ, এই বইগুলো কিয়ারার চেয়ে বড় বয়সী শিশুদের।

কিয়ারার কাছে জানতে চাওয়া হয়েছিল, সে কেন ইলেকট্রনিক ডিভাইস থেকে না পড়ে বই থেকে পড়তে পছন্দ করে? উত্তরে কিয়ারা বলে, বই থেকে পড়াটা অত্যন্ত আনন্দের। নিজের পছন্দমতো যেকোনো জায়গায় বই নেওয়া যায়। ফোনে বা অন্য ডিভাইসে বই পড়ার সমস্যা হলো, ইন্টারনেট না থাকলে আর পড়া যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button