ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের, ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিন মামলায়, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
এ অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে রাজধানীর শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজল।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ, যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায়, রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে । এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে, রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় আরও দুটি মামলা হয় ১০ ও ১১ মার্চ ।