খেলা

ভারতের ভরাডুবি, আইপিএলকে দুষলেন কপিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত শেষ চার নিশ্চিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন কপিল দেব।

এই কিংবদন্তির চোখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্ব বেশি দেওয়ায় এই অবস্থা হয়েছে।

তিনি বলেন, ‘যখন খেলোয়াড়রা জাতীয় দল থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দেয়, তখন কিছুই বলার থাকে না। আমি বিশ্বাস করি প্রতিটি খেলোয়াড়কে দেশের হয়ে নামতে পারার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিৎ। ফ্রাঞ্চাইজি অথবা যেকোন দলের তুলনায় সব সময়ই জাতীয় দলকে গুরুত্ব দেওয়া উচিৎ।

১৯৮৩ সালে এই পেস অলরাউন্ডারের হাত ধরেই ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।

কপিল মনে করেন, সূচি নির্ধারণে ভারতীয় ক্রিকেট সংস্থার (বিসিসিআই) আরও কাজ করতে হবে।‘আমি ফ্রাঞ্চাইজি লিগে না খেলার পরামর্শ দিচ্ছি না। এখন এটা বিসিসিআই’র দায়িত্ব। কীভাবে তারা সূচি নির্ধারণ করবে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রাই শুরু হয়, পাকিস্তানের কাছে দশ উইকেটে হেরে । দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে মাঠ ছাড়ে রহিত শর্মা-জসপ্রিত বুমরাহরা। আফগানিস্তান ও স্কটল্যান্ডের কাছে জয় পেলেও তা শেষ চারে যাওয়ার মতো যথেষ্ট ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button