অর্থ বাণিজ্যপুঁজিবাজার

শেয়ারবাজারে দরপতনে বিনিয়োগকারীদের প্রতিবাদ

সোমবার (২৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দেশের পুঁজিবাজারে লাগাতার দরপতনের প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসসি) পুরাতন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন বিনিয়োগকারীরা।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে সূচক কমেছে ১২০ পয়েন্ট। চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৪২৬ পয়েন্ট। যা গত ৬ মাস ২১ দিনের মধ্যে উভয় পুঁজিবাজারে সূচকের সর্বোচ্চ পতন।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক কমেছে ১২০ পয়েন্ট, যা চলতি বছরের ৪ এপ্রিলের পর সর্বোচ্চ সূচক পতন। ওই দিন ডিএসইর প্রধান সূচক কমেছিল ১৮১ দশমিক ৪৪ পয়েন্ট।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে দুই হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৬ পয়েন্ট কমে ২০ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ারের দাম।

এদিকে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে। এদিন ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ১২০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০০৫.৭৮ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। ডিএসইতে এদিন ১ হাজার ২৯৭ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৮০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩০৩.৬৩ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button