আন্তর্জাতিকজাতীয়

উজবেকিস্তানকে দূতাবাস খুলে ফ্লাইট চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, উজবেকিস্তানকে বাংলাদেশে দূতাবাস খোলার পাশাপাশি বিমান যোগাযোগ চালুর অনুরোধ করেছেন।

সোমবার (১৯ জুলাই) উজবেকিস্তান সফর শেষে ফিরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উজবেকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল ইন সাউথ এশিয়া কানেক্টিভিটি অপারচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস সম্মেলনে ৪০টি দেশের মন্ত্রী পর্যায়ের ২৫০ জনের মতো প্রতিনিধি ছিল।

ড. এ কে আবদুল মোমেন জানান, আমাদের অনেক পর্যটক ভারত ভ্রমণে যায়। প্রতি বছর প্রায় ২৮ লাখ মানুষ ভারতে যায়। দূতাবাস খুলে দেওয়ার পাশাপাশি বিমান যোগাযোগ চালু করলে উজবেকিস্তানেও বাংলাদেশি পর্যটক আসবে।

তিনি জানান, এতে তারা সম্মতি দিয়ে, পুরোপুরি দূতাবাস খুলতে না পারলেও কনসুলেট খোলার বিষয়ে একমত হয়েছেন।

উজবেকিস্তান বাংলাদেশে টেক্সটাইলও তুলা দিয়ে পণ্য উৎপাদনে যৌথ উদ্যোগে শিল্প কারখানা স্থাপনে আগ্রহী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button