আন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে জাপানে বিক্ষোভ

ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে জাপান । প্রায় শতাধিক বিক্ষোভকারী নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান। [খবর: আল জাজিরা ]

খবরে বলা হয়, শতাধিক বিক্ষোভকারী জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের আশেপাশে অবস্থান নিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রদর্শন করেন।

ওমর নামের এক আলজেরিয়ান ব্যবসায়ী বলেন, আমি জাপানে বসবাস করি। আমার হৃদয়ে যা আছে তা প্রকাশ করতে এখানে আসা ছাড়া আমি আর কি করতে পারি? আজ আমার কাজের দিন ছিল। কিন্তু এখানে আসার জন্য আমি আজকের কাজ ছেড়ে দিয়েছি।

১০ মে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। এরপর হামাসও গাজা থেকে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৩৬৯টি রকেট নিক্ষেপ করে। এসব হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়। আর ইসরায়েলের হামলায় মৃত্যু হয় ২৪৩ জন ফিলিস্তিনির। সংঘর্ষের ১১তম দিনে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button