আন্তর্জাতিককরোনা

করোনা মোকাবিলায় ভারতকে বিনামূলে টেলি পরামর্শ আমিরাতের

ভারতকে বিনামূলে টেলি পরামর্শ দেবে আরব আমিরাতের একটি স্বাস্থসেবা গ্রুপ।

করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য রোববার থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই সেবা পাবে ভারতের জনগণ।উপসাগরীয় অঞ্চলের ১০০ জনেরও বেশি চিকিংসক এই সেবা দেবেন।  অ্যাস্টার ডিএম হেলথকেয়ার স্বাস্থ্যসেবা গ্রুপের সিএসআর আর্ম প্রোগ্রাম অ্যাস্টার ভলান্টিয়ারদের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য, করোনা আক্রান্তদের যত্ন নেওয়ার জন্য হেল্পলাইনের মাধ্যমে ওই চিকিংসকদের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে।  সরাসরি ভিডিও পরামর্শসেবা দেওয়া হবে, যেখানে ডাক্তাররা প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরি করবেন।

অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আজাদ মোওপেন বলেছেন, এই অস্থির সময়ে মহামারির সাথে সাথে রোগী এবং জনগণকে সহজ কিন্তু খাঁটি দিকনির্দেশনা প্রদান করা গুরুত্বপূর্ণ। আর বর্তমান পরিস্থিতিতে ভার্চ্যুয়াল পরামর্শই অনেক বেশি জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button