খেলা

আইপিএলের থিম সং চুরি করা গান!

নানা জল্পনা কল্পনা শেষে ঘোষণা দেয়া হয়েছে  আইপিএলের ১৩তম আসরের। তবে ভারতে করোনার প্রকোপ বেশি থাকায় এবার অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে।  মাত্র সপ্তাহখানেক পরই মাঠে গড়াবে এবারের আসর। কিন্তু এরই মাঝে গুরুতর  এক অভিযোগের তোপের মুখোমুখি হতে হয়েছে আইপিএলকে। এবারের সংস্করণের অফিশিয়াল থিম সং নাকি চুরি করা!

র‌্যাপার কৃষ্ণা কাউল সরাসরি অভিযোগ জানিয়েছেন, চলতি বছরের আইপিএলের থিম সং নকল করা হয়েছে তার ২০১৭ সালের গান ‘দেখ কৌন আয়া ওয়াপস’ থেকে।টুইটারে কৃষ্ণা লেখেন, ‘‌আমার গানের নকল করে আইপিএলের থিম সং বানানো হয়েছে। অথচ আমার কোনও সম্মতি নেওয়া হয়নি। ক্রেডিটও দেওয়া হয়নি। রিটুইট করুন, খবরটি ছড়িয়ে দিন। যাতে ওরা আর সহজে পার না পেয়ে যেতে পারে।‌’‌

যদিও ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই জানিয়েছে, এই চুরির কোনও তথ্য তাদের কাছে নেই। তবে ইতিমধ্যেই #IPLAnthemCopied হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে।

গত রবিবার এক টুইটে এবারের আসরের থিম সংয়ের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দেয় তারা। এই গানে রয়েছে সাম্প্রতিক করোনা-কালের প্রতিচ্ছবি। ‘আয়েঙ্গে হাম ওয়াপস’ নামে এই গানের কথাগুলো করোনা ভাইরাস মহামারি থেকে ঘুরে দাঁড়ানোর পক্ষে প্রেরণাদায়ক।এবারের থিম সংটিও উৎসর্গ করা হয়েছে সেই ফ্যানদেরই। আইপিএল আবারও দেশের মাটিতে ফিরবে। দর্শকভর্তি ভরতি স্টেডিয়ামেই খেলা হবে। গানটি প্রকাশ্যে আসার পর অনেকেই সেটিকে পছন্দ করেন। কিন্তু এর মাঝেই কৃষ্ণার চুরির অভিযোগ সামনে আসে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button