জাতীয়
রূপনগরে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৫ জন নিহত।
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
বুধবার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জান্নাত, নুপুর, রমজান, শাহীন ও ফারজানা।
ফায়ার সার্ভিস জানায়, রূপনগরের ১১ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এটি বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করে। এ ছাড়া আহত অবস্থায় বেশ ক’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।