খেলা

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ: জয়ে শুরু বাংলাদেশের

জয় দিয়েই অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে যুবারা।
শ্রীলংকায় অনুষ্ঠিত এ ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ ৪৫ ওভারে নামিয়ে আনা হয়। বাংলাদেশের সামনে টার্গেট ছিলো ১২৮ রান। ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় টাইগার যুবারা। সর্বোচ্চ ৪৫ রান করেন তানজিদ হাসান। পারভেজের ব্যাট থেকে আসে ৩০ রান। আর ২৭ রানে অপরাজিত ছিলেন মাহমুদ জয়।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় অ্যারাবিয়ানদের ইনিংস। ওসমান হাসান করেন সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া আলিশান শারাফুর ব্যাট থেকে আসে ৩৪ রান। তানজিমুল সাকিব ও রাকিবুল হাসান নিয়েছেন ৩টি করে উইকেট।
স্কোর:

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ২৮ ওভারে ১২৭ ( সারাফু ৩৪, ওসামা ৫৮, শর্মা ৬*, তানজিম ৩/৩৬, শরিফুল ২/১৬, মৃত্যুঞ্জয় ১/৩০, মিজানুর ০/২০, রাকিবুল ৩/২৫)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২১.৩ ওভারে ১২৮/৪ (তানজিদ ৪৫, পারভেজ ৩০, মাহমুদুল ২৭*, হৃদয় ১৮,; ফারাজউদ্দিন ০/২৬, তাহির ০/২০, পালানিয়াপান ১/৩৬, শর্মা ১/১৮, মুখার্জি ২/২৭)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী

Related Articles

Leave a Reply

Back to top button