খেলা

টাইগারদের বাজে ব্যাটিংয়ে লিডের পথে আফগানিস্তান।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের বাজে ব্যাটিংয়ে বড় লিড নিতে যাচ্ছে আফগানিস্তান। প্রথম ইনিংসে রশিদ খানদের রান ৩৪২। আর দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ১৯৪ রান, হারিয়েছে ৮ ইউকেট। শেষের দিকের ব্যাটসম্যান তাইজুলকে নিয়ে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন মোসাদ্দেক হোসেন।
জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে। কিন্তু এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। প্রথম ইনিংসে ৩শ ৪২ রান তুলে নিয়েছে আফগানরা।
ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে রান তোলার আগেই সাদমানের আউট দিয়ে শুরু। ধৈর্য্য নিয়েই খেলছিলেন সৌম্য ও লিটন। ৬৬ বল খেলা সৌম্যকে এলবিডব্লিউর ফাদে ফেলেন মোহাম্মদ নবী। ৩৩ রান তুলে নেয়া লিটনও রশিদ খানের বলে নিজের উইকেট বিলিয়ে দেন।
সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের অসহয় আত্মসমর্পন চেয়ে চেয় দেখতে হলো টাইগার ভক্তদের। আর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে মুমিনুলও আউট হন অযথা শট খেলতে গিয়ে।
১৪৬ রান তুলতেই ৮ উইকেট হারায় স্বাগতিকরা।
বিপদ যা হওয়ার আগেই হয়ে গেছে। তাইজুলকে নিয়ে দিনটি কোনো রকমে পার করেছেন মোসাদ্দেক। ৪৪ রানে মোসদ্দেক আর ১৪ রানে অপরাজিত আছেন তাইজুল। স্কোর বোর্ডে বাংলাদেশের রান আট উইকেটে ১৯৪।
এরআগে প্রথম দিনের ৫ উইকেটে ২৭১ রান নিয়ে ব্যাট করতে নেমে ৩৪২ রানে থামে আফগানিস্তান। দ্বিতীয় দিনে আসগার আফগানও হাটছিলেন সেঞ্চুরির পথে। ৮ রান দুরে থাকতে তাকে সাজ ঘরে ফেরান তাইজুল। নিজের বলে দুর্দান্ত ক্যাচে আফগান অধিনায়ককে ফেরান মিরাজ। তবে তার আগেই নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক রশিদ খান। তাইজুল ১১৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button