খেলা

টেস্টে বাংলাদেশের দ্রুততম উইকেট শিকারি তাইজুল।

শামীমা দোলা

অপেক্ষা ছিল একটিমাত্র উইকেটের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিনবান্ধব উইকেটে আফগানিস্তানের ইনিংসে ১৩তম ওভারে রেকর্ডটি গড়েন তাইজুল। আফগান ওপেনার ইহসানউল্লাহকে বোল্ড আউট করে টেস্টে শততম উইকেটের দেখা পান বাঁহাতি এ স্পিনার। দেশের হয়ে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তাইজুলের।
এর আগে ১০০ উইকেট ছিল মাত্র দুজন ক্রিকেটারের। ৮ বছরের ক্যারিয়ারে ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে থেমেছিলেন মোহাম্মদ রফিক। টেস্টে দেশের হয়ে প্রথম ১০০ উইকেট নিয়েছিলেনও রফিক। সাকিব আল হাসান দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দেখা পান শততম উইকেটের। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটসংখ্যাও সাকিবের। । টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে ১০০ উইকেট শিকারের রেকর্ডটি এখন তাইজুলের। ক্যারিয়ারের ২৮তম টেস্টে ১০০তম উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব। আজ চট্টগ্রামে ক্যারিয়ারের ২৫তম টেস্টে ১০০ উইকেট নিয়ে সাকিবকে পেছনে ফেললেন তাইজুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button