চট্রগ্রামজেলার খবর

চকোরিয়া মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চকোরিয়ার চিরিংগা হাইওয়ে হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, ঈদের পর থেকে নিষিদ্ধ থ্রি-হুইলার বন্ধে অভিযান পরিচালনা শুরু হয়েছে। চিরিংগা স্টেশন থেকে শুরু করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আটক অভিযান চলেছে সন্ধ্যা পর্যন্ত।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কে উঠলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ের ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া নিউজ নাউ বাংলাকে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের নিয়মিত অভিযান পরিচালনা করছি। মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে ইজিবাইক, নসিমন, ভটভটি, সিএনজি আটক করা হয়। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হয়।

এ সময় আইন অমান্যকরা যানবাহন গুলো আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে প্রতিটি গাড়িকে জরিমানা আদায় করে মামলা দেয়া হয়েছে বলেও জানান চিরিংগা হাইওয়ের ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button