অর্থ বাণিজ্য

সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার নীচে ৫ শতাংশ আর এর উপরে ১০ শতাংশ করারোপ হবে: অর্থমন্ত্রী

লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ ট্যাক্স আর পাঁচলাখের উপরে যাদের সঞ্চয় পত্র তাদের জন্য ১০ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত। সোমবার সচিবালয়ে এসব কথা জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সঞ্চয়পত্রের অপব্যবহার রোধেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন এ বছর থেকে রেনিটেন্স বাড়াবো।এখন থেকে ছয়মাস পরেও কেউ টাকা পাঠালে মুল টাকার উপর দুই শতাংশ নগদ সহায়তা পাবেন। কেউ বঞ্চিত হবেন না। সঞ্চয় পত্রের আইনটি বাজেটে নিয়ে এসেছি। যাদের সঞ্চয় পত্রের সুবিধা পাওয়ার কথা তারা নয় বরং সুবিধা পাচ্ছেন ধনীরা। একটা ডাটাবেজ তৈরী করবো কার কত টাকা বিনিয়োগ রয়েছে। সঞ্চয় পত্রের বিপরীতে ভিন্ন ভিন্ন টুলস আনবো।
মন্ত্রী আরও বলেন আমরা চাই এই অর্থ বন্ড মার্কেটে যাক। তাতে করে একটা টাকার বহুমুখী ব্যবহার হবে।

Related Articles

Leave a Reply

Back to top button