আন্তর্জাতিক

সব রাজ্যে এনআরসি চালু করার ইঙ্গিত অমিত শাহ’র

নতুন করে এনআরসি চালুর ইঙ্গিত দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামসহ সকল রাজ্যে একযোগে এনআরসি চালু হবার কথা জানান তিনি। এ ঘটনায় আসামের বর্তমান নাগরিকপঞ্জী বাতিল হতে যাচ্ছে। বিষয়টিকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানালেও, উদ্ধেগ বিরোধীদের মাঝে।
গেল আগাষ্টে আসামে যে জাতীয় নাগরিকপঞ্জী করা প্রকাশ করা হয়, তা এখন বাতিল হওয়ার মুখে।
রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, একটি নির্দিষ্ট দিনকে ধরে তার ভিত্তিতে দেশের সব রাজ্যে তালিকা তৈরি হবে।
তবে, কোন বছরের কোন তারিখের ভিত্তিতে ওই কাজ শুরু হবে তা এখনও ঠিক হয়নি। তবে ১৯৭১ সালের ২৪ মার্চ ভিত্তিবর্ষ হচ্ছে না বলে জানা গেছে।
সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। তাদের দাবি, আসামে ১৯ লক্ষ বিদেশি নাগরিক রয়েছে বলে ধারণা রয়েছে তা বাস্তব সংখ্যার চেয়ে কম।
এদিকে, বিরোধীরা বলছেন, এনআরসি-তে হিন্দুরা বাদ যাচ্ছেন বলে যে প্রচার হয়েছে, তা ঠেকাতেই এ পদক্ষেপ মোদী-অমিতের।

Related Articles

Leave a Reply

Back to top button