খেলা

বিপিএলের লোগো উন্মোচন

লোগো উন্মোচন করা হলো বঙ্গবন্ধু বিপিএলের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আগামী ১১ ডিসেম্বর টুর্নামেন্ট মাঠে গড়াবে।
৮ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কোনও ফ্র্যাঞ্চাইজি থাকছে না তা আগেই জানিয়ে দেয়া হয়েছে। বিপিএলের আয়োজন ও দল ব্যবস্থাপনা সব দায়িত্বই বিসিবির।
শনিবার লোগো উন্মোচন অনুষ্ঠানে ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসার পাপনসহ বোর্ডের অন্য পরিচালকরা। রোববার সন্ধ্যায় হোটেল র‌্যাডিসনে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে।
বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, ‘বিপিএলে দেশি খেলোয়াড়রা খুব একটা সুযোগ পায় না। এবারের বিপিএলে দেশিদের প্রাধান্য দেওয়া হবে। এতে করে দেশের ক্রিকেট উপকৃত হবে।
অনুষ্ঠানে দলগুলোর নাম ঘোষণা করা হয়। বিপিএলের সাত দল হলো- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ওয়ারিয়র্স।

Related Articles

Leave a Reply

Back to top button