
ঢাকা : কোরবানির ঈদ উপলক্ষে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সাত দিন রেলের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২১মে ঈদযাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সেদিন ৩১ মে টিকিট বিক্রি করা হবে।
২৭ মে পর্যন্ত ঈদযাত্রার টিকিট অনলাইন ও স্টেশনে পাওয়া যাবে বলে জানান তিনি।
সোমবার (১২ মে) বিদ্যুৎ ভবনে সচিব ফাহিমুল ইসলাম এই তথ্য জানান রেল সচিব। বলেন, এবারের ঈদযাত্রায় ৪৪টি অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনা থেকে রক্ষা পেতে রিলিফ ট্রেন রাখা হবে।
৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে।
যাত্রীদের টিকিট বিক্রি সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আগাম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ২টার আগ পর্যন্ত। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। এবার ফিরতি যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ মে দেওয়া হবে ৩১ মে’র টিকিট। এছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও দুটি পশুবাহী ট্রেন চলবে।
চলবে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন
ঈদে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর পাঁচ জোড়া ট্রেন চলবে।