খেলা
জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ।
জাপান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শিরোপা প্রত্যাশী শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ।
প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে হারিয়ে শুভ সূচনা করেছেন তিনি। টোকিওর আরিয়াকে টেনিস কোর্টে প্রথম রাউন্ডে শীর্ষ বাছাইয়ের বিপক্ষে ভালই লরেন এই অস্ট্রেলিয়ান। তবে ৬-৪ গেমে হেরে পিছিয়ে পরেন অ্যালেক্সি পপিরিন।
এরপর দ্বিতীয় সেটে প্রতিদ্বোন্দ্বিতার চেষ্টা করেও ব্যর্থ হন পপিরিন। শীর্ষ বাছাই সার্বিয়ান নোভাক জকোভিচ কোন সুযোগ না দিয়েই ৬-২ গেমে সেট জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন।